অনলাইন ডেক্সঃ সম্পূর্ণ নতুন আঙ্গিকে নির্মিত এই ট্যুরিস্ট বোট এ থাকছে পর্যাপ্ত কেবিন, ওয়াশরুম, লাউঞ্জ স্পেস, সমুদ্র ভিউ পয়েন্ট, ডাইনিং কাম কনফারেন্স রুম, বিদ্যুৎ ব্যাবস্থা, সাউন্ড সিস্টেম, কিচেন সহ নানান ধরনের সুবিধা। বোটে উচ্চ ক্ষমতা সম্পন্ন মেরিন গ্রেড এর ইঞ্জিন ও গিয়ারবক্স সহ প্রপালেশন সিস্টেম ব্যাবহার করা হয়েছে। যাত্রী নিরাপত্তার সকল সরঞ্জাম থাকবে।
বোট টি শীঘ্রই শুভ উদ্বোধন হবে। ভ্রমন আয়োজনে যা যা থাকছে:
সমুদ্র ভ্রমণ, মহেশখালী, সোনাদিয়া, লাঞ্চ ক্রুজ প্যাকেজ, (সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত)
ডিনার ক্রুজ (সাংস্কৃতিক অনুষ্ঠান + বুফে খাবার, সন্ধ্যা ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত)
বার্থডে পার্টি, সেমিনার, এনগেজমেন্ট অনুষ্টান, গায়ে হলুদ, ইফতার পার্টি সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা যাবে।
কক্সবাজার থেকে কুতুবদিয়া, মাতারবাড়ি সহ ট্যুরিষ্ট স্পটসমূহ ভ্রমণ করা যাবে