অনলাইন ডেক্সঃ নিটল মটরস বাংলাদেশে চালু করেছে অনলাইন স্পেয়ার পার্টস প্লাটফর্ম ই-দুকান URL: www.nitoltata-edukan.com
সারা দেশে টাটা মটরসের জেনুইন পার্টসের প্রয়োজনীয়তা পূরণ করতে ওয়ান-স্টপ সেবা হিসেবে নতুন এই অনলাইন প্লাটফর্ম চালু করা হয়েছে।
ই-দুকান গাড়ির মালিকদের টাটা জেনুইন পার্টসের দ্রুত এবং সহজে ক্রয়ের সুবিধা দেয়, ফলে গাড়ির আপটাইম বেড়ে যায় এবং ব্যবসায় আয় বৃদ্ধির সুযোগ তৈরি হয়। গ্রাহকরা এখন যেকোন স্থান থেকে টাটা গাড়ির খুচরা যন্ত্রাংশ ক্রয় করতে পারবেন এবং তাদের পছন্দের জায়গায় তা ডেলিভারি নিতে পারবেন।