অনলাইন রিপোর্টঃ ঢাকায় প্রথমবারের মতো বিদ্যুৎচালিত গাড়ির চার্জিং পয়েন্ট চালু করছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)।
আজ ২৫ নভেম্বর রাজধানীর ৫ নম্বর মাটিকাটা রোডে সুমাত্রা ফিলিং স্টেশনে এই চার্জিং পয়েন্ট উদ্বোধন করা হবে।
শুক্রবার (২৪ নভেম্বর) ডেসকোর মিডিয়া ফেসিলিটেটর মলয় বিকাশ দেবনাথ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশে বিদ্যুৎচালিত গাড়ির ব্যবহার শুরু হয়েছে। আগামী দিনে পৃথিবীকে টিকিয়ে রাখতে হলে গ্রিন এনার্জির বিকল্প নেই। সে লক্ষ্যে ডেসকো বিদ্যুৎচালিত যানবাহনের জন্য চার্জিং পয়েন্ট চালুর সিদ্ধান্ত নিয়েছে। শনিবার বিকেল ৩টায় সুমাত্রা ফিলিং স্টেশনে এই চার্জিং পয়েন্ট উদ্বোধন করা হবে।
এরআগে, গত আগস্টে বাংলাদেশে জার্মানির অটোমোবাইল ব্রান্ড অডির ডিস্ট্রিবিউটর প্রোগ্রেস মোটরস ও সফটওয়ার সল্যুশন কোম্পানি সেন্টিনেল টেকনোলজির যৌথ উদ্যোগে ‘এখন চার্জ’-এর কার্যক্রম শুরু হয়। এখন চার্জ বিদ্যুৎচালিত গাড়ির চার্জিং পয়েন্ট স্থাপন করছে। তাদের পরীক্ষামূলক প্রথম চার্জিং স্টেশন স্থাপন করা হয়েছে রাজধানীর তেজগাঁওয়ে।
সুত্রঃ সময় নিঊজ