1. admin@paribahanbarta.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

ঢাকা-খুলনা রুটে প্রতিদিন চলবে নকশিকাঁথা কমিউটার ট্রেন

  • প্রকাশের সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩

ডেক্স রিপোর্টঃ পদ্মা সেতু হয়ে খুলনা থেকে সুন্দরবন এক্সপ্রেসের পর চালু হয়েছে নকশিকাঁথা কমিউটার ট্রেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি। এর আগে বৃহস্পতিবার রাত ১২টা ৫ মিনিটে খুলনা থেকে ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনের ছয় বগিতে আসন রয়েছে প্রায় ৬০০টি। মাত্র ২১০ টাকায় এ ট্রেনে খুলনা থেকে যাওয়া যাবে ঢাকায়। সপ্তাহে সাতদিনই চলবে নকশিকাঁথা কমিউটার।

ট্রেনটি প্রতিদিন রাত সাড়ে ১১টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ঢাকায় পৌঁছবে সকাল ১০টা ১০ মিনিটে। ট্রেনটি ২৫টি স্টেশনে যাত্রাবিরতি এবং যাত্রী ওঠানামা করবে। এর আগে বৃহস্পতিবার রাত ১২টা ৫ মিনিটে খুলনা থেকে নকশিকাঁথা কমিউটার ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি ইজারার মাধ্যমে পরিচালনা করছে বেসরকারি প্রতিষ্ঠান এনআরএসআর ট্রেডিং। এটি আগে মেইল হিসেবে খুলনা থেকে গোয়ালন্দ রুটে চলাচল করত। এখন ২১০ টাকায় খুলনা থেকে পৌঁছানো যাবে রাজধানীতে। ১ নভেম্বর খুলনা থেকে পদ্মা সেতু দিয়ে ঢাকা রুটে চলাচল করছে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন। মঙ্গলবার ছাড়া সপ্তাহের অন্য ছয়দিন রাত ৯টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়। আগে এ ট্রেনটি যমুনা সেতু দিয়ে ঢাকায় যাওয়া-আসা করত। নতুন এ রুটে দূরত্ব কমে যাওয়ায় সময় কম লাগছে অন্তত ২ ঘণ্টা। ট্রেনের সর্বনিম্ন ভাড়া ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া রোববার বাদে সপ্তাহের বাকি ছয়দিন যমুনা সেতু দিয়ে খুলনা থেকে ঢাকায় যাওয়া-আসা করে চিত্রা এক্সপ্রেস ট্রেন।

সুত্রঃ বণিক বার্তা

এ জাতীয় আরও খবর
Copyright © 2023. Paribahanbarta.com. All Rights Reserve.
Theme Customized By Shakil IT Park