1. admin@paribahanbarta.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

বাংলাদেশে টাটা নিয়ে এসেছে স্পেশালাইজড পুলিশ ভ্যান INTRA V20

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

ডেক্স রিপোর্টঃ বাংলাদেশে টাটার এক মাত্র পরিবেশক নিটল মোটরস নিয়ে এসেছে স্পেশালাইজড পুলিশ ভ্যান INTRA V20 টাটা মটরসের “প্রিমিয়াম টাফ” ডিজাইন ফিলোসোফির উপর ভিত্তি করে তৈরি ইনট্রা দেয় পাওয়ার প্যাকড পারফরম্যান্স। নিউ জেনারেশনের এই পুলিশ ভ্যান অনেক দ্রুত গতি সম্পন্ন। TATA INTRA এর প্রাইভেট কারের মত ড্রাইভিং ব্যবস্থা এটিকে চালক ও যাত্রীদের জন্য করেছে আরামদায়ক, সুবিধাজনক এবং নিরাপদ।

এতে সংযুক্ত আছে স্পিকারসহ সাউন্ড সিস্টেম, ব্যাক ক্যামেরা ও মনিটর, গান হোল্ডার, ট্রুপার ফ্যান, হিট প্রটেকশন শিট, হেলমেট হোল্ডার এবং আরও অনেক ফিচার।

টাটা ইনট্রা V20 এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোঃ

১) এতে রয়েছে ৭০বিএইচপি ও ১৪০
এনএম টর্কের পাওয়ারফুল কমন রেইল ইঞ্জিন, যা অত্যন্ত নির্ভরযোগ্য ও জ্বালানি সাশ্রয়ী।

২) ফাইভ-স্পীড ট্রান্সমিশন ও ড্যাস বোর্ড মাউন্টেড গিয়ার শিফট অ্যাডভাইজর ব্যবস্থা ফলে চালকরা দীর্ঘ সময় ধরে ড্রাইভিং করতে পারে।

৩) টার্নিং রেডিয়াস মাত্র ৪.৭৫ মিটার হওয়ার কারণে টাটা ইনট্রা’র পরিচালনা অনেক সহজ।

৪) অধিক গ্রাউন্ড ক্লিয়ারেন্স, বেস্ট ইন ক্লাস ৪৫% গ্রেডিবিলিটি এবং রোবাস্ট সাসপেশন একে পরিনত করেছে বাংলাদেশের পরিবেশ ও সড়ক ব্যবস্থার জন্য সবচেয়ে উপযুক্ত পরিবহনে।

নিটল মোটরস দিচ্ছে দেশের সর্ববৃহৎ সার্ভিস ও স্পেয়ার পার্টস নেটওয়ার্ক এর নিশ্চয়তা।

এ জাতীয় আরও খবর
Copyright © 2023. Paribahanbarta.com. All Rights Reserve.
Theme Customized By Shakil IT Park