1. admin@paribahanbarta.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

রাজধানীতে আজ আওয়ামী লীগের জনসভা, বিকল্প রাস্তা ব্যবহার এর অনুরোধ ট্রাফিক বিভাগের

  • প্রকাশের সময় : বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪

অনলাইন ডেক্সঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ বুধবার (১০ জানুয়ারি) রাজধানীতে জনসভা করবে আওয়ামী লীগ। বেলা আড়াইটায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ জনসভা অনুষ্ঠিত হবে।

জনসভা উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকায় ভিভিআইপি গমনাগমন শেষ না হওয়া পর্যন্ত যেসব এলাকায় রাস্তা বন্ধ/রোড ডাইভারশন দেওয়া হবে, সেগুলো হলো– কাঁটাবন ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, মৎস্য ভবন ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ক্রসিং, ভাস্কর্য ক্রসিং এবং ভিসি বাংলো ক্রসিং।

নগরবাসীকে এদিন এসব এলাকা ও রাস্তা বাদে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।

এছাড়া, অনুষ্ঠানে আসা গাড়িগুলো যেসব এলাকায় পার্কিং করবে, তারও তালিকা দিয়েছে।
এগুলো হলো: মহসিন হল মাঠ (ভিআইপি), ঢাকা বিশ্ববিদ্যালয়; মলচত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়; পলাশী ক্রসিং হতে ভাস্কর্য ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে; ফুলার রোড রাস্তার দুই পাশে; দোয়েল চত্বর ক্রসিং হতে শহিদুল্লাহ হল ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে; নবাব আব্দুল গণি রোড রাস্তার দুই পাশে এবং দিলকুশা ও মতিঝিল এলাকার রাস্তার দুই পাশে।

এ জাতীয় আরও খবর
Copyright © 2023. Paribahanbarta.com. All Rights Reserve.
Theme Customized By Shakil IT Park