1. admin@paribahanbarta.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিট অ্যান্ট গ্রিট সার্ভিস

  • প্রকাশের সময় : সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪

অনলাইন ডেক্সঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য মিট অ্যান্ড গ্রীট এর সুবিধা রয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান সার্ভিস চার্জের বিনিময়ে সম্মানিত যাত্রীদের প্রটোকল, নির্দেশনামূলক সহায়তা প্রদান করে। মিট অ্যান্ড গ্রিট টিম সপ্তাহে ৭দিন, ২৪ ঘন্টা সার্ভিস প্রদান করে থাকে।
বিশেষ করে প্রথমবার বিদেশ যাত্রা, বয়স্ক, অসুস্থ, শিশুসহ নারী যাত্রী কিংবা যাদের অনেক লাগেজ থাকে তারা অনেক সময় চিন্তার মধ্যে থাকেন। এ ধরণের যাত্রীদের জন্য মিট অ্যান্ট গ্রিট সার্ভিস যাত্রাকে করে আরামদায়ক। এক্সপার্ট মিট অ্যান্ড গ্রিট অ্যাসিসটেন্ট দায়িত্বপালন করবেন, আর আপনি থাকবেন ভারমুক্ত। এজন্য যাত্রী প্রতি চার্জ প্রয়োজ্য।

মিট অ্যান্ড গ্রিট সার্ভিসে কি কি সুবিধা পাওয়া যাবে ?
যার মাধ্যমে সম্মানিত যাত্রীদের বিভিন্ন ধরনের সহায়তা করা হয়। বহির্গমন প্রবেশ গেট থেকে বহির্গমন যাত্রীদের গ্রহন করা । ইমিগ্রেশন সম্পন্ন করার পর আগমনী যাত্রীদের গ্রহণ করা। বহির্গমন যাত্রীদের নির্ধারিত চেক-ইন কাউন্টারে নিয়ে যাওয়া। বহির্গমন এবং আগমনী যাত্রীদের লাগেজ বহনে সহায়তা করা। সম্মানিত যাত্রীদের বিমানবন্দরের বিভিন্ন প্রকার কার্যক্রমের নির্দেশিকা অনুযায়ী গাইডলাইন/সহায়তা করা।
তবে, যাত্রীর এয়ারলাইনের টিকিট, ইমিগ্রেশন, কাস্টমস সংক্রান্ত বৈধতা যাচাই বা আনুষ্ঠানিকতা যাত্রীকেই সম্পন্ন করতে হবে। এসকল বিষয়ে সংশ্লিষ্ট এয়ারলাইন, ইমিগ্রেশন, কাস্টমসের আইনগত বিষয়ের দায় যাত্রীর, মিট অ্যান্ড গ্রিট সার্ভিসে নয়।

মিট অ্যান্ড গ্রিট সার্ভিস চার্জ কত ?

বিদেশ যাওয়ার ক্ষেত্রে
১. টার্মিনাল ভবনের প্রবেশ গেট থেকে রিসিভ করে ইমিগ্রেশন পর্যন্ত পৌছে দেয়ার জন্য সার্ভিস চার্জ জনপ্রতি ৫০০ টাকা
২. টার্মিনাল ভবনের প্রবেশ গেট থেকে রিসিভ করে ইমিগ্রেশনে শেষে উড়োজাহাজে উঠার ওয়েটিং লাউঞ্জ পর্যন্ত পৌছে দেয়ার জন্য সার্ভিস চার্জ জনপ্রতি ১০০০ টাকা
৩. ডোমেস্টিক টার্মিনালের অ্যারাইভাল থেকে রিসিভ করে ইমিগ্রেশন পর্যন্ত পৌছে দেয়ার জন্য সার্ভিস চার্জ জনপ্রতি ১০০০ টাকা
৪.ডোমেস্টিক টার্মিনালের অ্যারাইভাল থেকে রিসিভ করে ইমিগ্রেশনে শেষে উড়োজাহাজে উঠার ওয়েটিং লাউঞ্জ পর্যন্ত পৌছে দেয়ার জন্য সার্ভিস চার্জ জনপ্রতি ১৫০০ টাকা

বিদেশে থেকে দেশে আসার ক্ষেত্রে
১. ইমিগ্রেশন থেকে যাত্রীকে রিসিভ করে টার্মিনাল ভবনের সামেনের ক্যানোপি অথবা বহুতল কার পার্কিং পর্যন্ত পৌছে দেয়ার জন্য সার্ভিস চার্জ জনপ্রতি ৫০০ টাকা
২.ইমিগ্রেশন থেকে যাত্রীকে রিসিভ করে ডোমেস্টিক টার্মিনালের এয়ারলাইনের বুকিং কাউন্টার পর্যন্ত সার্ভিস চার্জ জনপ্রতি ১০০০ টাকা

এ জাতীয় আরও খবর
Copyright © 2023. Paribahanbarta.com. All Rights Reserve.
Theme Customized By Shakil IT Park